মোস্তফা মিয়া পীরগন্জ রংপুর প্রতিনিধিঃ
আজ শনিবার রংপুর পীরগঞ্জ( কসবা) জেলে পল্লী পরিদর্শন করেন রংপুর জেলা বি এন পির সভাপতি সাইফুল ইসলাম।
তিনি বলেন আমরা সকলে ভাই ভাই আমরা আপনাদের পাশে আছি থাকবো।যারাই এ রকম নেককার জনক ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির আওতায় এনে দ্রুত বিচার করা হোক।সেই সময় তার সঙ্গে আরো উপস্হিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বি এন পির সাধারন সম্পাদক মাহামুদুন উন নবী পলাশ,রংপুর জেলা বি এন পি নেতা, নিক্সন পাইকাড়, যুগ্ন সম্পাদক শাহীনুজ্জামান শাহীন বিএনপি’র উপজেলা সিনিয়র সহ-সভাপতি ,মোস্তাফিজুর রহমান সেলিম বিএনপি অন্যতম নেতা ইয়েতি মূল হাসান , লিঠন মাষ্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক,আনিছ ,নজরুল,মিলন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা, মনু,রতন, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা, সবুজ,রানু।
জেলে পল্লীর ক্ষতি গ্রস্হদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরন করেন।
Leave a Reply