রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় বালু উত্তোলনের মেশিন ও পাইপ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেল ৪ টায় পরিচালিত অভিযানে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নে বিন্নাটারি এলাকায় বালু উত্তোলনের মেশিন ও পাইপ জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। উদ্ধার করা মেশিন ও পাইপের আনুমানিক মূল্য ১ লাখ টাকা।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, “অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে এই অভিযান পরিচালিত হয়েছে। বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। অভিযানের সময় বালু উত্তোলনের সাথে জড়িত কাউকে পাওয়া যায় নি। জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।”
Leave a Reply