1. jfjoy24@gmail.com : admin :
  2. wordpressdefaults@gmail.com : defaults :
গজঘন্টা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয়তায় এগিয়ে এখন নাজমুল হুদা | তিস্তা সংবাদ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পীরগাছা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ আটক – ৪ সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি স্বর্ণ চুরির অপবাদ দিয়ে কিশোরী গৃহকর্মীকে গরম ছ্যাঁকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের দেয়াল ভেঙে ভেতরে বাস, প্রাণ গেল প্রকৌশলীর দেশে প্রতিদিন সড়কে প্রাণ হারাচ্ছেন ১৬ জনের বেশি সমবায় কৃষি নিশ্চিত হলে দেশে কখনো খাদ্যাভাব হবে না: প্রধানমন্ত্রী পীরগাছায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়াতে আ.লীগের নির্দেশনা মেরিনা তাবাশ্যুম: টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, ১৭ মামলার আসামি ধরা

গজঘন্টা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয়তায় এগিয়ে এখন নাজমুল হুদা

প্রতিনিধি
  • আপডেট শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ১৬২

সুজন আহম্মেদ,গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গজঘন্ট কিসামত হাবু দ্বিমুখী দাখিল মাদরাসা সহকারি শিক্ষক নাজমুল হুদা জনপ্রিয়তায় এখন এগিয়ে রয়েছেন।

নির্বাচন কমিশন কর্তৃক ইউপি নির্বাচনের ৪ দফায় তফসীল ঘোষণা হয় গঙ্গাচড়া উপজেলার ইউনিয়ন নির্বাচন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে বিভিন্ন এলাকায় প্রচারনা চালাচ্ছেন, এদিকে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের সম্ভব্য প্রার্থীরা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম নাজমুল হুদা তিনি দীর্ঘদিন থেকে সাধারণ মানুষের দাড়ে দাড়ে গিয়ে বেশির ভাগ সময় দিয়ে আসছেন। ইউনিয়নের মানুষের নানা সমস্যা সমাধানের পাশাপাশি শেখ হাসিনা সরকারের উন্নয়নের কর্মকান্ড তুলে ধরছেন। আওয়ামী লীগ পরিবারের সদস্য ও হিসেবে তার পরিচিতি রয়েছে। ইউনিয়নবাসী তাকে , নীতিবান ব্যক্তি হিসেবে মূল্যায়ন করেন।

নাজমুল হুদা আদর্শ ও মানুষের পাশে থাকার ভালবাসাই আজকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে জনপ্রিয়তায় এখন এগিয়ে রয়েছে। সরেজমিনে গতকাল বৃস্পতিবার গজঘন্টা ইউনিয়নে গেলে দেখা যায় নাজমুল হুদা বিভিন্ন এলাকায় ও হাট বাজারে মানুষের সাথে কুশল বিনিময় করছেন।

সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে নির্বাচনকালীন সময়ে নৌকা প্রার্থীর জন্য দোয়া ও ভোট কামনা করছেন। এ সময় রাজবল­ভের বৃদ্ধ আবু তালেব গজঘন্টা বাজারের মুহাম্মদ আলী, শ্রী প্রদীপ কুমার শীল,নজরুল ইসলাম, ছালাপাক এলাকার আলম মেম্মবর, রৈচ উদ্দিন, গাউছিয়া বাজারের সাগর, বাদশা মিয়া, খামারটারী বাজারএলাকার আশরাফুল ইসলাম, মতলেব বাজারের মোসলেম উদ্দিন, বাবলু, সুরুজ মিয়া, মাছুম আলী, দুখু মিয়া, হাবু চারমাথা মোড়ের আফতাব, লতিফ, মমিনুর, হাবু বালারঘাট মোড়ের ওসমান সবুজ, হাবু পাঁচ মাথা মোড়ের, আরিফ মিয়া, মহসিন আলী কাষ্টম বাজারের রাজা মিয়া, ফরহাদ হোসেন শাকি, আঃ রশিদ বালাটারী এলাকার রমজান আলী, সিরাজুল ইসলাম, পাকারমাথা বাজার এর আশরাফুল ইসলাম, লোকমান আলী এবং কিসামতহাবুর এলাকার মতিয়ার রহমান, রবিউল ইসলাম, জাকির হোসেন, উমর, টেনপাড়ার দুলাল মিয়া, জানান, নাজমুল হুদা লীগ পরিবারের সন্তান।

তার বাবা এখনো ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদে রাজনীতি করে আসছেন। বাবার হাত ধরে আওয়ামী লীগে আসা নাজমুল হুদা এখনো ইউনিয়ন আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগওে সদস্য এবং বিগত সময় তিনি সাবেক রংপুর সরকারী কলেজ শাখার বাংলাদেশ ছাত্রলীগের সদস্য, গজঘন্টা ইউনিয়ন শাখার সাবেক ”সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক , যুবলীগের সভাপতি, আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের কর্মকান্ড নিয়ে মানুষের সাথে কথা বলেন। বিপদে-আপদে মানুষের পাশে থাকেন। এসব কারণে মানুষ তাকে পছন্দ করে ও ভালবাসে। গজঘন্টা বিভিন্ন এলাকার তার সে
সুনাম রয়েছে।

বালাটারী এলাকার রমজান আলী, সিরাজুল ইসলাম জানান, নাজমুল যেখানেই সরকারের উন্নয়নমূলক নিয়ে আলোচনা করেন সেখানে অল্প সময়ের মধ্যে অনেক মানুষের সমাগম ঘটে। নাজমুল হুদা ছাত্র জীবন থেকেই আওয়ামী ছাত্রলীগের সঙ্গে রাজনীতিতে যুক্ত আছেন। তিনি কলেজ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। এছাড়া আওয়ামী লীগের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের দায়িত্ব পালন করেছেন। নাজমুল হুদা বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাবার হাত ধরে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়ে দেশ তথা মানুষের কল্যাণে কাজ করতেছি। ইউপি নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিলে ইউনিয়নবাসীর ভালবাসায় নৌকা প্রতীকের বিজয় লাভ হবে বলে আশাবাদী।

আপনার স্যোসাল মাধ্যমে শেয়ার দিন

এই বিভাগের আরো খবর
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | তিস্তা সংবাদ.কম
Theme Customization By NewsSun