বাংলাদেশ স্কাউটস রংপুর জেলায় প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ দ্বারা পরিচালিত স্কাউটিং কার্যক্রমভুক্ত প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট এর ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২২নভেম্বর (সোমবার) প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউটের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থী সহ বিদায়ী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউটের সভাপতি মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম (সিরাজ)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ শাহিদা বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউটের পরিচালক মোঃ আব্দুস সোবহান মিয়া। এ সময় বক্তারা তাদের বক্তব্যে প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউটের সাফল্যমন্ডিত পরিচিত তুলে ধরেন।
১৯৯৯ সাল থেকে বাংলাদেশ স্কাউটস প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ দ্বারা রংপুর মহানগরে ৩৩নং ওয়ার্ডের আজিজুল্যা’র রঘু বাজারে অবস্থিত প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট পরিচালিত হয়ে আসছে। ইনস্টিটিউটটিতে প্লে শ্রেনী থেক ৮ম শ্রেনী পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এছাড়াও স্কাউটিং কার্যক্রমভুক্ত এই প্রতিষ্ঠানটিতে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরিক্ষায় শতভাগ পাশের হার সহ সাফল্যমন্ডিত ফলাফল অর্জন বেশ সাড়া ফেলেছে। বিদায় মূহুর্তে ইনস্টিটিউট প্রাঙ্গনটিতে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
বিদায় অনুষ্ঠানে আগত অভিভাবকরা বলেন আমরা চাই স্কাউটিং কার্যক্রমভুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠানটি মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু করা হোক। তারা সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি জোড় আহ্বান জানায় প্রতিষ্ঠানটিতে যেনো নবম-দশম শ্রেনী খোলা হয়, যাতে করে তাদের সন্তানেরা এই প্রতিষ্ঠান হতে সাফল্য মন্ডিত ফলাফল নিয়ে উচ্চ মাধ্যমিকের শিক্ষা গ্রহণ করতে পারে।
অভিভাবকরা আরও জানান শিক্ষা কার্যক্রমের পাশাপাশি প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট এলাকায় সামাজিক ও স্বেচ্ছাসেবী মূলক কার্যক্রম সহ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দক্ষ করে তুলছে।
Leave a Reply