এসো ভবিষ্যত গড়ি ভোগ্যপণ্য সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে রংপুর মহানগরীর উত্তম বাজার হাজিরহাটে সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সদস্য সুলতান মিয়ার সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন, রসিকের ৩নং ওয়ার্ড কাউন্সিলর লিটন হাজী, উত্তম হাজিরহাট এলাকার সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম, নাসির উদ্দিন লাভলু, আবু বাশার লেবু, খোরশেদ আলম, আব্দুল জলিল, তোতা মিয়া, ও জাকির হোসেন প্রমুখ। সভায় এসো ভবিষ্যত গড়ি ভোগ্যপণ্য সমবায় সমিতি লিমিটেডের সাবেক সেক্রেটারী বাবলু মিয়া বলেন, সমিতির কার্যক্রম গতিশীল করতে অন্তবর্তীকালীন তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সদস্যদের মতামতের নেয়া হয়। এই কমিটির পরবর্তী সময়ে আহ্বায়ক কমিটি গঠন করে নিবার্চন পরিচালনা করবে।
May I simply say what a relief to discover a person that genuinely knows what they are talking about on the internet. You definitely understand how to bring an issue to light and make it important. More and more people should read this and understand this side of the story. I was surprised you aren’t more popular given that you certainly have the gift.