ফেরদৌস জয়
জমকালো আয়োজনের মধ্য দিয়ে রংপুর মহানগর ইলেকট্রিক্যাল দোকান মালিক এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান নগরীর সুপার মার্কেট প্রাঙ্গনে গতকাল ২৬ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
১৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মাহে আলম জুয়েল এবং সভাপতির দায়িত্ব পালন করবেন রুস্তম আলী হাওলাদার।
এছাড়া কমিটির মুখপাত্র হিসেবে রয়েছেন শাহ্ মো: মাহফুজ্জামান রাকিব।
রুস্তম আলী হাওলাদারের সভাপতিত্বে এবং মাহে আলম জুয়েলের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মেহেদুল করিম।
আরো উপস্থিত ছিলেন,
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর ভাইস প্রেসিডেন্ট মন্জুর আহমেদ আজাদ
পরিচালক রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সাব্বির আহমেদ
নবাবগঞ্জ বাজার ব্যাবসায়ী সাধারণ সম্পাদক আকবর আলী।
বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তানবির হোসেন আশরাফি।
মতি ব্যাকারি পরিচালক শাহ মোহাম্মদ নবীউল্লাহ পান্না
আর এম ইলেকট্রিক এর পরিচালক রাজেশ বনিক।
রংপুর মহানগর আওয়ামী যুব লীগের সভাপতি সিরাজুম মুনির বাশার
সাতমাথা দোকান মালিক ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তপু। সহ আরো অনেকে।
এসময় অতিথি বৃন্দ কমিটির নতুন সদস্যদের ক্রেষ্ট প্রদান এর মাধ্যমে অভিনন্দন জানান।
অনুষ্টানে বক্তারা বলেন,সকল ইলেকট্রিক্যাল দোকান মালিক সমিতিকে এক সাথে পথ চলতে হবে।তাহলে রংপুরকে পুরো পৃথিবীর সামনে তুলে ধরতে পারবো।
Leave a Reply