পীরগঞ্জ রংপুর প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা তাজিমুল ইসলাম শামীম আবারো পীরগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি গত নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। গতকাল রোববার পীরগঞ্জ পৌরসভার ২য় বার ভোট গ্রহন করা হয়েছে। এর আগে ২০১৬ সালের ৭ আগষ্ট (রোববার) নবগঠিত পৌরসভার ১ম বার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এবারে পীরগঞ্জ পৌরসভার নির্বাচনে মহিলা ভোটারের ব্যাপকভাবে উপস্থিতি লক্ষ্য করা গেছে। তারা সারিবদ্ধ হয়ে সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেছে। পক্ষান্তরে পৌরসভার ৯টি ওয়ার্ডের ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের উপস্থিতি তেমনটা চোখে পড়েনি। ইভিএম (ইলেকট্রিক ভোটিং মেশিন) এ ভোট দেয়ায় ভোট প্রদানে বেশ দেরীও হয়েছে বলে ভোটগ্রহনে নিয়োজিতরা জানান।
রোববার সরেজমিনে ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে ইভিএম পদ্ধতিতে ভোট নেয়ায় একাধিক ভোট কেন্দ্রে প্রায় বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোট গ্রহন চলে। এবারের নির্বাচনে ১৪ হাজার ৮৬১ জন ভোটার রয়েছেন। মেয়র পদে নৌকা প্রতীকে তাজিমুল ইসলাম শামীম ৭ হাজার ৭০৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের মনোনীত সুলতান মিয়া হাতপাখা প্রতীকে ২ হাজার ৬৬৩ ভোট পেয়েছেন। আর জায়দুল ইসলাম (লাঙ্গল) ১ হাজার ১৫৬ ভোট পেয়েছেন।
অপরদিকে ১নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর কবিরুল ইসলাম (উটপাখি), ২নং ওয়ার্ডে মশিউর রহমান পারভেজ (ডালিম), ৩নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাসেল মিয়া, ৪নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর সাইফুল আজাদ (ডালিম), ৫নং ওয়ার্ডে আরমান তালুকদার (উটপাখি), ৬ নং ওয়ার্ডে আশরাফুল ইসলাম (পানির বোতল), ৭নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীর হোসেন (উটপাখি), ৮নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাক (পানির বোতল) এবং ৯নং ওয়ার্ডে নুরুল ইসলাম (ডালিম) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে ১নং সংরক্ষিত ওয়ার্ডে আঞ্জুয়ারা বেগম (জবা ফুল), ২ নং সংরক্ষিত ওয়ার্ডে সাবানা বেগম (চশমা) এবং ৩নং সংরক্ষিত ওয়ার্ডে মরিয়ম বেগম (চশমা) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
৪নং ওয়ার্ডের ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার সাজেদুল বারী বলেন, ইভিএম পদ্ধতিতে মহিলা ভোটাররা ভোট দিতে দেরি করায় নির্ধারিত সময়ের চেয়ে প্রায় সাড়ে ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। যে কারণে ফলাফল ঘোষণাও দেরিতে হয়েছে।
Leave a Reply