গত ১৬ মে রোজ রবিবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন এর ইসলামপুর বটতলী বাজারের সংলগ্ন স্থানে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা এবং গ্রামের পাশে মোজাম্মেল হক নামের এক ব্যক্তি অবৈধভাবে ড্রেজার মেশিন (বোমা মেশিন) দিয়ে পাথর এবং বালু উত্তোলন করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে উক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ৫০০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাটগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল রানা।
এ সময় পাটগ্রাম থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ মাহফুজ এবং আব্দুস সালাম সহ পুলিশের একটি দল সহায়তা করে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল রানা জানান, অবৈধ বালু উত্তোলন পরিবেশ এবং জনজীবনের জন্য হুমকিস্বরুপ। নদীতে অবাধে বালু উত্তোলন পরিবেশ, সামাজিক ও বাস্তসংস্থানজনিত সমস্যার সৃষ্টি করছে। অতিরিক্ত বালু উত্তোলনের কারণে আশেপাশের অবকাঠামো,বসতবাড়ি, রাস্তাঘাট, সেতু, ফসলি জমি ইত্যাদিকে হুমকির সম্মুখীন করে তুলছে। যারা অবৈধভাবে নদী এবং স্থাপনার আশেপাশে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বালুখেকোদের বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। কাউকে কোন ছাড় দেওয়া হবে না।
Leave a Reply