সুজন আহম্মেদ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার ৯ টি ইউনিয়নের নির্বাচনী প্রতিদন্দী সকল প্রার্থীদের সাথে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আসিব আহসান এবং গেস্ট অফ অনারের বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধরী।
নির্বাচনী আচরণ বিধি অবহিতকরন ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভা আজ শনিবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি.এম সাহাতাব উদ্দিন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফরাহাদ, অতিরিক্ত পুলিশ সুপার মধুসুদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নয়ন কুমার সাহা, মডেল থানা অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার প্রমুখ।
সভায় আগত প্রতিদন্দী প্রার্থীদের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠ ও নিরপক্ষ নির্বাচনের দাবি করা হয় পাশাপাশি প্রতিদন্দী প্রার্থীদের বিভিন্ন সমস্যার কথা বলা হয়।
রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বিপিএম (বার) বলেন, আপনারা ও চান সুুষ্ঠ নির্বাচন আমরাও চাই সুষ্ঠ নির্বাচন। যে কোন পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠ হবে। নির্বাচন সুষ্ঠ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়জিত থাকবে। কোন অভিযোগ থাকলে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সাথে যোগাযোগ করবেন। আমরা চাই আগামী ২৬ তারিখের নির্বাচন হোক অবাধ, সুষ্ঠ, নিরপক্ষ ও উৎসবমুখর পরিবেশে হবে।
এসময় বক্তব্যে জেলা আসিব আহসান বলেন, এখানে মাঝে মাঝে প্রতিহিংসা পরায়ণ কর্মকান্ড ঘটে সেই বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। সরকারের পদে সর্বোচ্চ যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী নির্বাচন সুস্থ সুন্দর শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে হবে। নির্বাচনে যদি কেউ পেশীশক্তি বা অসহনীয় চিন্তা করে থাকে তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। সকলে নির্বাচনের আচরণ বিধি অবহিতকরন ও আইন শৃঙ্খলার বিষয় মাথায় রেখে নির্বাচনী প্রচারণা করবেন বলে আশা রাখবো।
Leave a Reply