রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। আজ (২০ ডিসেম্বর) দুপুরে মিঠাপুকুর উপজেলার ভাংনী চার রাস্তার মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে মোঃ শাহজাদা (২৬) নামক এক ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম অব্যবহৃত গাঁজা পাওয়া যায় যা জব্দ করে বিনষ্ট করা হয়।
এসময় দোষী ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয় এবং ৫০০০ টাকা টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।
Leave a Reply