ভরত রায় প্রত্যয় চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি–
দিনাজপুরের চিরিরবন্দরে “বরকত ট্রেডার্স” এর উদ্দোগ্যে দঃ নওখৈর শহর উল্ল্যা শাহ্ পাড়া বাইতুন নূর জামে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন করলেন ৪নং ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও “বরকত ট্রেডার্স” এর জেনারেল ম্যানেজার মামুনুর রশিদ মামুন।
সোমবার (১৭ই মে) সকাল ৯ টায় উপজেলার ৪নং ইসবপুর ইউনিয়নের দঃ নওখৈর শহর উল্ল্যা শাহ্ পাড়া বাইতুন নূর জামে মসজিদের কমিটিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে ছাদ ঢালাই কাজের উদ্বোধন হয়। কমিটিবৃন্দরা জানান, মসজিদের ছাদ ঢালাইয়ের সম্পূর্ণ খরচ দিয়ে সহযোগিতা করেছেন “বরকত ট্রেডার্স”। এরপর মসজিদের ছাদ ঢালাইয়ের কাজের শুভ উদ্বোধনের আগে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপতি মোঃ আক্তার হোসেন, সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply