শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:০০ অপরাহ্ন

পঞ্চগড়ে ট্রাক ও মোটরসাইকেলের সংর্ঘষে বাবা ও ছেলের মৃত্যু

পঞ্চগড়ে ট্রাক ও মোটরসাইকেলের সংর্ঘষে বাবা ও ছেলের মৃত্যু

 

মোঃ সইনুল রহমান আকাশ, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে সমির উদ্দিন (৬৫) ও রেজাউল করিম (৪০) নামের বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টার সময় সদর উপজেলার বোর্ড বাজারে এই দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, পঞ্চগড়ের মিঠাপুকুর গ্রামের কাচু মোহাম্মদের ছেলে সমির ও সমির উদ্দিনের ছেলে রেজাউল করিম।

স্থানীয়রা জানায়,১নং অমরখানা ইউনিয়নের বোর্ডবাজারে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমির উদ্দিন এবং তার ছেলে রেজাউল করিম মোটরসাইকেল যোগে পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার দিকে যাচ্ছিলেন।

বোর্ডবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহাসড়কে ছিটকে পড়েন তারা।

স্থানীয়রা তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উম্মে হুমাইরা তাদের মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর পরেই ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায়।

তেঁতুলিয়া হাইওয়ে থানার এসআই আশরাফুল আলম দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

আপনার স্যোসাল মাধ্যমে শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 teestasangbad.com
Developed BY Rafi It Solution