1. jfjoy24@gmail.com : admin :
  2. wordpressdefaults@gmail.com : defaults :
'ভোটে আমার এক টাকাও খরচ হয়নি’ | তিস্তা সংবাদ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন

‘ভোটে আমার এক টাকাও খরচ হয়নি’

প্রতিনিধি
  • আপডেট মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ১১৫

 

ফেরদৌস জয়;

গত ২৬ ডিসেম্বর বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এ নির্বাচনে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৯ নং গুনাইগাছ ইউনিয়নে ৪-৫-৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেছেন সৈয়দা তাহমিনা বেগম।

তিনজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে তহমিনা বেগম সূর্যমুখী প্রতীক নিয়ে ১৭৩৫ ভোট পেয়ে নির্বাচনে জয়লাভ করেন।

সম্প্রতি বন্যার কবলে পরে নির্বাচিত এই নারী মেম্বারের বসতবাড়ি সহ কয়েক বিঘা জমি নদী গর্ভে বিলিন হয়ে যায়।পরে গ্রামের ৫ শতাংশ জমি ৮০ হাজার টাকায় বন্দক নিয়ে বসবাস শুরু করেন।

পরিবারের অভাব অনটন দূর করতে তহমিনা বেগমের স্বামী সৈয়দ আখলাকুল ইসলাম খাঁজা একটি মোবাইল সার্ভিসিং এর দোকান খুলে বসেন।
জানা যায়,আখলাকুল ইসলাম খাঁজা ছিলেন একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দুইবার নির্বাচিত মেম্বার।

তহমিনা বেগম বলেন,আমি জানতাম না নির্বাচন করবো।এলাকাবাসি আমাকে ভোটে দাড় করিয়ে দিয়েছে।
ভোটে আমার এক টাকাও খরচ হয়নি। উল্টো সবাই এসে আমাকে মিষ্টি,চা,পান খাইয়ে গেছে।এনকি ভোটের পোষ্টার থেকে শুরু করে সব কিছু তারাই করেছেন।আমার এলাকার মানুষের ভালবাসায় আমি জয়লাভ করেছি।
এবার এলাকার রাস্তাঘাট,বয়স্ক ভাতা সহ নানা রকম উন্নয়ন মূলক কাজ করবো।

আপনার স্যোসাল মাধ্যমে শেয়ার দিন

এই বিভাগের আরো খবর
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | তিস্তা সংবাদ.কম
Theme Customization By NewsSun