মোস্তফা মিয়া পীরগঞ্জ রংপুর প্রতিনিধিঃ
পীরগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নের ১০৮ জন ইউপি সদস্যের শপথ বাক্য পাঠ করালেন উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়।আজ ২৮ ডিসেম্বর সমবার বেলা ১২টার সময় উপজেলা অডিটোরিয়াম হলে শপথ বাক্য পাঠ করানো হয়েছে ।এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আবু সালেহ তাজিমুল ইসলাম শামীম ।উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমানের সন্চালনায় বক্তব্য রাখেন চতরা ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক শাহীন, কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, কুমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক আমিনুল ইসলাম, ভেন্ডাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাদেকুল ইসলাম, চৈত্রকোল ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান শাহ, শানের হাট ইউনিয়নের চেয়ারম্যান মেজবাহুর রহমান, বড় দরগা ইউনিয়নের চেয়ারম্যান মাফিয়া আকতার শিলা, মদনখালী ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্জু প্রমুখ । প্রধান অতিথি তার বক্তব্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের আইনের মধ্যে থেকে জনগণের কল্যাণে কাজ করা বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জনগণের নিকট পৌন্ছে দেওয়া, এবং নির্বাচনের সময় প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করার আহ্বান জানান ।
Leave a Reply