মেহেদী হাসান রাব্বি;
করোনার ভয়াবহ কাল থাবায় বিপর্যস্ত পুরো পৃথিবী।মৃত্যুর মিছিলে নিত্যদিন প্রান হারাচ্ছেন হাজার হাজার মানুষ। সময়ের পরিবর্তনে যেন আগের ভয়াবহতা কে অতিক্রম করার ভয়াবহ নেশায় মেতেছে মরণঘাতী এই ভাইরাসটি।পার্শ্ববর্তী দেশ ভারতে করোনার বদলে যাওয়া ভ্যারিয়েন্টটি যেন রীতিমতো ঝর চালাচ্ছে দেশটিতে,একেবারেই দুমরে মুচরে গেছে স্বাস্থ্য খাত।
বাংলাদেশেও এই ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়েছে।
দেশের কয়েকটি স্থলবন্দরের মাধ্যমে সরাসরি যোগাযোগ রয়েছে ভারতের,তাই বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশেও করোনার ভ্যারিয়েন্টটি বিপর্যয় ডেকে আনতে পারে।আর এই সঙ্কটময় মুহূর্তে মানুষ যেন ঘরে বসে সেবা নিতে পারেন,সেইজন্য ফ্রি টেলিমেডিসিন সেবা চালু করেছে স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশন।দিন রাত ২৪ ঘন্টা সেবা প্রদান করবে সেচ্ছাসেবী এই সংগঠনটি।
টেলিমেডিসিন সেবায় পরামর্শ দিবেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী সার্জন ডাঃ মোঃ মেহেদী হাসান,শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডাঃ মোঃ মাহফুজার রহমান বাঁধন, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাকিব প্রামানিক সহ একদল বিশেষজ্ঞ চিকিৎসক ।
এ ব্যাপারে সংগঠনটির কোষাধ্যক্ষ ও ফ্রি টেলিমেডিসিন সেবার সমন্বয়ক মাজেদুল ইসলাম বলেন,আমরা করোনা প্রতিরোধে একের এক কর্মসূচি পালন করেছি,করোনার শুরু থেকেই বিশেষজ্ঞ চিকিৎসক দারা সচেতনতা মুলক কার্যক্রম, লিখলেট বিতরন, ত্রান বিতরন করেছি।
করোনা এই সঙ্কট কালে সরাসরি চিকিৎসা প্রদান অনেকটা ঝুঁকি পুর্ন,তাই আমরা টেলিমেডিসিন সেবার উদ্যোগ নিয়েছি।
উলেখ্য ০১৯৪৪৪২৮৩৪৬
এই হটলাইন নম্বরে ফোন করে সেবাটি পাওয়া যাবে।
Leave a Reply