ফেরদৌস জয়
ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন নমির আলী। কিছুদিন আগে তার গলায় লাংক ক্যান্সার রােগ ধরা পরে।থেমে যায় নমির আলীর ভ্যানের চাকা,চিকিৎসার ব্যায় ভার বহন করতে জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ভ্যানটিও বেঁচে দেন।
চিকিৎসার অর্থ যোগাড়েে জন্য মানুষের দুয়োরে ঘুরছেন নমির আলী এবং তার প্রতিবন্ধী স্ত্রী।
বর্তমানে আয়ের পথ হারিয়ে এবং অসুস্থতার কারণে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
নমীর আলীর পরিবারে সদস্য সংখ্যা ৫ জন তবে তার ছেলে এবং স্ত্রী প্রতিবন্ধী।
জমিজমাহীন নমির আলীর চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর পরিমান টাকা সেই সাথে দরকার মাথা গোজার ঠাই।
তিনি ও তার পরিবার বর্তমানে রংপুর মেডিকেল পূর্বগেটের পরিত্যক্ত একটি জমিতে কোন রকম একটি ঘর করে বসবাস করছেন।
সমাজের বিত্তবানদের প্রতি অশ্রুসিক্ত চোখে তিনি সাহায্যের আকুতি জানিয়েছেন।
নমির আলীর সাথে যোগাযোগের ঠিকানা-
মােবাইলঃ ০১৭৫০২৩৮৪৭০ (স্ত্রী)
০১৮৩০৭০১২৩৪ (ভুট্টু-প্রতিবেশী)
Leave a Reply