ফেরদৌস জয়
লালমনিরহাটের কালিগন্জের তেতুলিয়া গ্রামের যুবক আনারুল ইসলাম। বেশ কয়েকদিন আগে ৫০ হাজার টাকা ধার দিয়েছিলেন প্রতিবেশী আনারুল ইসলাম ভুট্টুকে।
কিন্তু ধারের টাকা চাইতে গিয়েই পরেছেন বিপদে, হয়েছেন নির্যাতনের স্বীকার সেই সাথে গুমের হুমকিও দিয়েছে অভিযুক্ত ভুট্টু।
আজ দেই কাল দেই করে দিন পার করছিলেন বলে অভিযোগ ভুক্তভোগী এই যুবকের।
গত ৪ জানুয়ারি সন্ধায় ভুট্টু মুঠোফোনে পাওনাটাকা পরিশোধের কথা বলে নিজ বাসায় ডেকে নিয়ে যান ভুক্তভোগীকে। এরপর কৌশল অবলম্বন করে অভিযুক্ত ভুট্টু তার বড় ভাইয়ের খামারে, পুকুর দেখার কথা বলে সেখানে একটি পরিত্যক্ত চালাঘরের দরজা বন্ধ করে বেধড়ক মারতে থাকে।
এক পর্যায়ে ভুক্তভোগী আনারুল ইসলামকে গুম করার হুমকি দিতে থাকে এরপর ভুক্তভোগীর পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে।
এঘটনার পর ভুক্তভোগীর স্ত্রী ৯৯৯ এ কল করে বিষয়টি লালমনিরহাট পুলিশকে অবগত করে। কিন্তু পুলিশ ঘটনাস্থলে ভুক্তভোগীকে না পেয়ে ফিরে আসে।
পরদিন সকালে ভুক্তভোগী আনারুলকে গরু চুরির অভিযোগ দিয়ে তেতুলিয়ার নীলকান্ত সঃ প্রাঃ বিদ্যালয় মাঠে গাছের সাথে বেধে আবারো মারতে থাকে।
সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ভুক্তভোগীকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনার পরে ভুক্তভোগীর স্ত্রী শামসুন্নাহার বেগম কালিগঞ্জ থানায় চাঁদা্বাজি,অন্যায় ভাবে আটক ও খুনের চেষ্টা সংক্রান্তে একটি মামলা দায়ের করেন।
এই মামলার তদন্তকারী অফিসার জহুরুল ইসলাম বলেন,মামলার সব আসামী পলাতক রয়েছে,৫ নং আসামীকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
বাকি আসামীদের ধরার চেষ্টা চলছে।সেই সাথে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসি সূত্রে জানার যায় অভিযুক্ত ভুট্টু নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জামায়াত শিবিরের অন্যতম একজন ক্যাডার ছিলেন।
Leave a Reply