সুজন আহম্মেদ, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে স্যার না বলায় রংপুরের গঙ্গাচড়ায়
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক মাধ্যমিক শিক্ষা অফিসারকে
লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রোববার
সকালে করোনা টিকা প্রদান কার্যক্রম চলাকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা
মাধ্যমিক শিক্ষা অফিসার শাহানাজ বেগম তার অধিনস্ত বিভিন্ন বিদ্যালয়ের
শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম দেখতে যান। টিকা কার্যক্রমে একাধিক বিদ্যালয়ের
শিক্ষার্থী একই সাথে টিকা নেয়াকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ
আসিফ ফেরদৌস বিরক্ত হয়ে মাধ্যমিক শিক্ষা অফিসারকে অশালিন ভাষায় গালিগালাজসহ
অসৌজন্যমূলক আচরণ করেন। অপমান সহ্য করতে না পেরে ঘটনাস্থলে মাধ্যমিক শিক্ষা
অফিসার অজ্ঞান হয়ে পরেন। কিছুক্ষণ পরেই স্বাভাবিক হলে তিনি উপজেলা পরিষদ মাঠ
এসে অঝরে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় উপজেলার কর্মকর্তাগনের নজরে আসলে তারা
তাকে নিজ দপ্তরে নিয়ে আসেন। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী মাধ্যমিক
বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক জানান, শিক্ষক ও শিক্ষার্থীর সামনে উপজেলা স্বাস্থ্য
কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় তিনি অজ্ঞান
হয়ে পরেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহানাজ বেগম জানান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ
কর্মকর্তা আসিফ ফেরদৌসকে স্যার না বলায় তিনি আমার সাথে অসৌজন্যমূলক
আচরণ করেন।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আসিফ ফেরদৌস জানান, স্যার না বলার
বিষয়টি অস্বীকার করে তিনি বলেন আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছিল। কিন্তুু
বিষয়টি গনমাধ্যমের নজরে আসলে তিনি আরো বলেন এ বিষয়ে আপনাদের (সাংবাদিক)
এতো মাথা ব্যাথা কেন।
Leave a Reply