মো: আব্দুল্লাহ আল মামুন
রংপুর মহানগর যুবলীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন।পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী ৯ মাস যুদ্ধের মধ্য দিয়ে একাত্তরের ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয়। সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি জেলে ছিলেন।
যুদ্ধ পরবর্তী বাংলাদেশের মানুষের দাবি ও আন্তর্জাতিক চাপের কাছে নতিস্বীকার করে অবশেষে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান। ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফেরেন স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই প্রতি বছরের ১০ জানুয়ারী স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হয়।
১০ জানুয়ারি (সোমবার) বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেন রংপুর মহানগর যুবলীগ। রংপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন এর নেতৃত্বে একটি জমকালো মিছিল রংপুর নগরীর প্রধান প্রধান সড়ক শহর প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করে।
এর আগে সকালে মহানগর অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগরের নেতা কর্মীসহ রংপুর মহানগরের ৩৩টি ওয়ার্ডের যুবলীগের নেতা কর্মীরা।
Leave a Reply