1. jfjoy24@gmail.com : admin :
  2. wordpressdefaults@gmail.com : defaults :
টেকনো স্পার্ক ৮ প্রো’র ৪ জিবি ভার্সন এখন বাংলাদেশে | তিস্তা সংবাদ
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পুলিশের সঙ্গে সংঘর্ষে রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থী নি*হত পুলিশ–ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে কোটা আন্দোলনকারী বেরোবির এক শিক্ষার্থী নিহ*ত রংপুরে জেলা যুবলীগের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত রংপুর সদর দলিল লেখক সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠিত রংপুরে প্রবাস বন্ধু ফোরামের ত্রি-মাসিক সভা অনুষ্ঠিত এবার জিআই পণ্য হিসেবে নিবন্ধনে সুন্দরবনের মধু রমেকে ভিন্ন গ্রুপের রক্ত দেয়া সেই ফাতেমার মৃ*ত্যু পীরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে থানার এস আই আনিছুর রহমান কে বিদায় সংবর্ধনা ইরানের নতুন প্রেসিডেন্ট সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান সৎ বাজার এরশাদ মার্কেটের দোকানদারদের পক্ষে অবহিতকরণ ও মানববন্ধন

টেকনো স্পার্ক ৮ প্রো’র ৪ জিবি ভার্সন এখন বাংলাদেশে

প্রতিনিধি
  • আপডেট বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ১০৫

 

নতুন এই ফোনটি অতিউন্নত এফএইচডি প্লাস ডিসপ্লে ও ফাস্ট চার্জিং প্রযুক্তি।
স্পার্ক ৮ প্রো গত বছরে গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনোর জন্য একটি সফল স্মার্টফোন ছিল। একই ধারাবাহিকতা অব্যাহত রাখতে টেকনো আবারো বাজারে নিয়ে এসেছে স্পার্ক ৮ প্রো’র ৪ জিবি ভার্সন। নতুন ভার্সনে এফএইচডি প্লাস ডিসপ্লে ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জারের মতো আকর্ষণীয় ফিচার রয়েছে। তরুণ গ্রাহকদের চাহিদা বিবেচনা করে এই ফোন লঞ্চ করেছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোনটি অনন্য ডিসপ্লে অভিজ্ঞতা ও পাওয়ার বুস্ট গেমিং পারফরম্যান্সের পাশাপাশি একটি ফ্যাশন স্টেটমেন্ট হিসাবে কাজ করবে।

ইমার্সিভ ডিসপ্লে এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে টেকনো স্পার্ক ৮ প্রো-এর ৪জিবি ভার্সনে রয়েছে ৬.৮ ইঞ্চির ১০৮০ পিক্সেল এফএইচডি প্লাস ডিসপ্লে, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং হেলিও জি৮৫ প্রসেসর। এছাড়া থাকছে ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ। স্পার্ক ৮ প্রো সিরিজের আগের ফোনের মতো এতেও আছে ৪৮ মেগাপিক্সেল আলট্রা ক্লিয়ার এআই ট্রিপল ক্যামেরা, সুপার নাইট মোড ২.০, মাল্টি-ফ্রেম ১০xজুম, এআর শটস-এর মতো আকর্ষণীয় ফিচারসমূহ।

ব্যবহারকারীদের নিরবিচ্ছিন্ন অভিজ্ঞতা প্রদানে নতুন এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি, যা ৩৩ওয়াট ইউএসবি টাইপ-সি ফাস্ট চার্জার দ্বারা দ্রুত চার্জ করতে সক্ষম। এছাড়া রয়েছে সুপার বুস্ট সিস্টেম অপটিমাইজেশন। ডুয়েল কালার স্প্রে গ্রেডিয়েন্ট সমৃদ্ধ ডিজাইন ফোনটিকে আরও প্রিমিয়াম এবং ট্রেন্ডি করে তুলেছে।

টেকনো মোবাইল বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক বলেন, “তরুণ প্রজন্মের চাহিদার কথা মাথায় রেখেই আমরা টেকনো স্পার্ক ৮ প্রো-এর নতুন ভার্সন বাজারে এনেছি। আকর্ষণীয় কালার, ডিজাইন ও ফিচারসের জন্য নিঃসন্দেহে এটি ব্যবহারকারীদের পছন্দের তালিকার শীর্ষে থাকবে এবং এক অনন্য অভিজ্ঞতা প্রদান করবে।”

নতুন টেকনো স্পার্ক ৮ প্রো যেমন আধুনিক, তেমনই সাশ্রয়ী। নজরকাড়া ইন্টারস্টেলার ব্ল্যাক ও কমোডো আইল্যান্ড দুটি কালারে পাওয়া যাবে এই ফোন, যার বাজারমূল্য মাত্র ১৫,৪৯০ টাকা। বিশ্বের উদীয়মান বাজারের অন্যতম একটি স্মার্টফোন ব্র্যান্ড টেকনো। ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগানের সাথে প্রগতিশীল ব্যবহারকারীদের জন্য যুগের সাথে তাল মিলিয়ে সর্বোচ্চ মানসম্মত ও অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ডিভাইস বাজারে আনছে টেকনো।

আপনার স্যোসাল মাধ্যমে শেয়ার দিন

এই বিভাগের আরো খবর
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | তিস্তা সংবাদ.কম
Theme Customization By NewsSun