সুজন আহমেদ রংপুর প্রতিনিধি:
গঙ্গাচড়ায় উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম এর বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার এরশাদ আলী এর বরণ অনুষ্ঠান আজ বুধলবার উপজেলা পরিষদ হলরুম ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত দুটি পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা মু্ক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল ইসলাম,মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন প্রমুখ। এদিকে উপজেলা হলরুমে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, মৎস কর্মকর্তা দিপা রানী বিস্বাস, উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, উপজেলা, প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মুনিমুল ইসলাম, মহিলা বিষায়ক কর্মকর্তা মৌসুমী আকতার, সমবায় অফিসার আফতাবুজ্জামান পরিসংখ্যান কর্মকর্তা সোহাগ, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা সারাবান তহুরা, নির্বাচন কর্মকর্তা আইনুল হক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বেতগাড়ী ইউপি চেয়ারম্যান মোহাইমিনুন ইসলাম মারুফ, কোলকোন্দ ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, বড়বিল ইউপি চেয়ারম্যান শহিদ চৌধুরী দীপ, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, গজগন্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, মর্ণেয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, আলমবিদিতর ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন, নোহালী ইউপি চেয়ারম্যান আশরাফ আলী, গঙ্গাচড়া মডেল থানা ওসি তদন্ত কর্মকর্তা আরিফ হোসেন, গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আখের মিএাসহ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply