ফেরদৌস জয়;
নিজের জমিতে চাষাবাদের সময় কোদাল দিয়ে আঘাত করে হত্যা করা হয় ভুক্তভোগী মফিজুল হককে।এঘটনায় প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
রোববার ১৩ ফেব্রুয়ারী ফ্লাইট লেফটেন্যান্ট সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়,গত ০৬ ফেব্রুয়ারী নিজের জমিতে ইরি ধান রোপনের জন্য জমি চাষ করতে যান মফিজুল।
এসময় জমিতে চাষে বাধা দেয় আসামী মকবুল হোসেন এতে প্রতিবাদ জানায় নিহত মফিজুল হক।
এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে আসামী মকবুল হোসেন কোদাল দিয়ে ভুক্তভোগী মফিজুল হকের মাথায় আঘাত করে।
পরে মফিজুল হক মাটিতে লুটিয়ে পরে ঘটনা স্থলেই মারা যান।এ ঘটনার পরেই সুন্দরগঞ্জ থানায় এটি হত্যা মামলা করে ভুক্তভোগীর পরিবার।
পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১৩ এর একটি অভিযানিক দল এই মামলার প্রধান আসামী মকবুল হোসেনকে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে গ্রেফতার করে।
র্যাবের প্রাথমিক জিগ্যাসাবাদে মামলার প্রধান আসামী মকবুল হোসেন হত্যার সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।
Leave a Reply