সুজন আহম্মেদ, রংপুর
রংপুরের গঙ্গাচড়ায় ইটবাহী ট্রলি চাপায় মারিফুল (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।
গত মঙ্গলবার রাত আনুমানিক ১০টার সময় উপজেলার কোলকোন্দ ইউনিয়নের মাটিয়াল পাড়ায় তেল
পাম্প সংলগ্ন সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত মারিফুল উপজেলার আলমবিদিতর ইউনিয়নের
খামার মোহনা গ্রামের আজাহার মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলি চালক
বদরগঞ্জ উপজেলার রাজারামপুর নওয়া পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে কোরবান মিয়া (২৫) ও হেলপার
একই উপজেলার ধর্মপুর গ্রামের আহম্মেদ হোসেনের ছেলে হায়দার আলীকে (৩০) আটক করে।
এছাড়া ট্রলিটি জব্দ করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মারিফুল ইজিবাইক যোগে গঙ্গাচড়া বাজার থেকে তার নিজ বাড়ির
দিকে যাচ্ছিল। এসময় বিপরিত দিক থেকে আসা ইটবাহী ট্রলি ইজিবাইকে ধাক্কা দিলে
মারিফুল সড়কে পরে ট্রলির নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য রংপুর
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে তার মৃত্যু হয়।
গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, আটককৃতদের আদালতে প্রেরণ করা
হয়েছে।
Leave a Reply