সুজন আহম্মেদ, রংপুর
গঙ্গাচড়া হাজী দেলওয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী
লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম মাস্টার (৫৭) এর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার
দুপুরে উপজেলা পরিষদ মাঠে জানাযা শেষে তার মরদেহ নিজ বাড়ির হাজী পাড়ায় পারিবারিক কবর
স্থানে দাফন করা হয়। মঙ্গলবার রাতে নিজ বাসায় অসুস্থতাবোধ করলে তাকে গঙ্গাচড়া উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ মেয়ে ১
ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
জানাজার নামাজের আগে মরহুমের জ্যাঠাতো ভাই ও হাজী দেলওয়ার হোসেন বালিকা উচ্চ
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সাইয়েদুল ইসলাম মাস্টার তার ভাইয়ের আত্মার মাগফিরাত
কামনা করে সবার কাছে দোয়া কামনা করেন।
মরহুমের জানাজায় জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন, সাধারন সম্পাদক এ্যাডভোকেট
রেজাউল করিম রাজু, গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন, সাবেক উপজেলা
চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম,
গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবুসহ স্থানীয় রাজনৈতিক,
সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষক সংগঠনের নেতবৃন্দসহ শুভাকাঙ্খীগণ অংশ গ্রহন করেন।
Leave a Reply