গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ায় কোভিট-১৯ টিকা ১৮ বছর হতে উর্দ্ধে যে সকল নাগরিক গ্রহন করে নাই তাদেরকে আজ ১৯ ফেব্রুয়ারী থেকে ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত উপজেলার সকল ইউনিয়ন পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ম ডোজের টিকা প্রদান করা হবে। টিকা গ্রহনকারী নাগরিকদের কোন রকম কাগজপত্র লাগবে না। শুধু মাত্র নাম ও মোবাইল নাম্বারের মাধ্যমে টিকা প্রদান করা হবে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ ফেরদৌস। তিনি সকাল ৯ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত ১৮ বছরের উর্দ্ধে সকল নাগরিককে টিকা গ্রহনের আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ জানান, ১৮ বছরের উর্দ্ধে কোভিটের টিকা যে সকল নাগরিক গ্রহন করে নাই, তাদেরকে ১৯-২৬ ফেব্রুয়ারী পর্যন্ত ১ম ডোজের টিকা গ্রহন করার ব্যাপকভাবে প্রচার প্রচারনা করা হয়েছে। যে সকল নাগরিক নিদির্ষ্ট সময়ের মধ্যে টিকা গ্রহন করবে না,তারা সকল প্রকার জন সমাবেশ ও রাষ্টীয় অন্যান্য সেবা গ্রহন করতে পারবে না।
Leave a Reply