চাষিরাই তামাক শিল্পের প্রান চাষিদের দিকে তাকান, মোদের দাবি একটাই দেশীয় তামাক চাষিদের বাচাঁতে পদক্ষেপ চাই, দেশে সিগারেট পুরোপুরি বিদেশি কোম্পানির কাছে গেলে কি হবে ভেবে দেখেছেন কি, সিগারেটের কর সংশোধন করুন দেশের টাকা দেশে রাখুন এরকম কিছু স্লোগানকে সামনে রেখে রংপুর অঞ্চলের দেশীয় সিগারেট শিল্পে কর্মরত কর্মচারী, শ্রমিক ও তামাকচাষীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে রংপুর নগরীর প্রেসক্লাব চত্বরে রংপুরে দেশীয় সিগারেট শিল্পে কর্মরত কর্মচারী ও শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে কিছু দাবী উত্থাপন করা হয় বক্তব্যে। দাবিগুলোর মধ্যে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন ৭(ক) অথবা ৭(খ) বাস্তবায়ন করা হোক। দেশীয় শিল্পকে টিকিয়ে রাখতে একটি নির্দিষ্ট স্লাব অথবা নিম্ন স্লাব সিগারেট শুধু মাত্র দেশি কোম্পানিরা উৎপাদন করবে। দেশীয় সিগারেট আমদানি শিল্পে পরিনত না হয় ব্যবস্হা নিতে হবে। তামাক আন্তর্জাতিক বিশাল বাজার ধরতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও প্রণোদনা প্রয়োজন। দেশীয় সিগারেট কোম্পানির উপর অবৈধ নিয়ন্ত্রণ না হতে সরকারকে কঠোর ব্যবস্হা নিতে হবে। বাইরের প্রডাক্টকে প্রাধান্য না দিয়ে দেশি প্রডাক্টকে মূল্যায়ন করতে হবে। মানববন্ধনে আসিবুর রহমান চয়নের সভাপতিত্ব বক্তব্য রাখেন শফিকুল ইসলাম, একরামুল, রাসেল আহমেদ, রিপন ইসলামসহ কর্মচারী, শ্রমিক ও চাষীবৃন্দ।
Leave a Reply