সুজন আহম্মেদ, রংপুর প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুক্তির উৎসব উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শুক্রবার বিকালে রংপুর জেলার ৫০ জন বীর মুক্তিযোদ্ধা ৫০টি জাতীয় পতাকা নিয়ে ৮ উপজেলার দ্বিতৃীয় দিনের সফরে উত্তরীয় গেঞ্জি ক্যাপ দিয়ে বরর্ণ করে নেন গঙ্গাচড়া উপজেলা প্রশাসন। অনুষ্টানে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন আমিন।
উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ ‘র সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন রংপুর জেলা মুক্তিযোদ্ধার কমান্ডার মোছাদেক আলী বাবলু, গঙ্গাচড়া মুক্তিযোদ্ধার কমান্ডার আজিজুর ইসলাম সাবেক রংপুর জেলা কমান্ডার মনজুরুল ইসলাম, সদরুল আলম দুলু, নুরুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, ওসি সুশান্ত কুমার সরকার, এসময় উপজেলার মুক্তিযোদ্ধাগণ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply