সুজন আহম্মেদ, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় চিত্রাঙ্কন, রচনা, প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গঙ্গাচড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর আয়োজনে শনিবার (২ এপ্রিল) গঙ্গাচড়া উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন। গঙ্গাচড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি সাংবাদিক আব্দুল মতিন অভির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু মিয়া লাল, ওসি সুশান্ত কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার আফতাবুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক আশিকুজ্জামান লিটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গঙ্গাচড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সেক্রেটারি, গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মোত্তালিব মিঠু ও উপজেলা স্বেচ্ছাসেবলীগের সহসভাপতি আল-আমিন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply