গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ায় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা অসহায় পরিবারের মাঝে বিতরণ
করা হয়েছে। গতকাল রোববার উপজেলার বড়বিল ইউনিয়নের ২ হাজার অসহায়
পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণের উদ্বোধন করেন উপজেলা
চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন। উপজেলা
প্রশাসনের আয়োজনে বড়বিল ইউপি মাঠে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ
উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ এর সভাপতিত্বে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু
আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, বড়বিল ইউপি চেয়ারম্যান শহীদ চৌধুরী দীপ
প্রমুখ।
গঙ্গাচড়ায় ৭ শিক্ষার্থীকে পাঠ্যবই দিলেন ইউএনও
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ায় দরিদ্র পরিবারের ৭ শিক্ষার্থীকে পাঠ্যবই দিলেন ইউএনও।
এইচএসসি অধ্যায়ণরত ওই ৭ শিক্ষার্থীর পরিবার দরিদ্রতার কারণে পাঠ্যবই কিনে
দিতে পারে নাই। ফলে তাদের লেখাপড়া চালিয়ে যাওয়া খুবই কষ্টকর হচ্ছিলো। তারা
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এরশাদ উদ্দিন পিএএ এর কাছে পাঠ্যবইয়ের
জন্য আবেদন করে। উপজেলা নির্বাহী অফিসার নিজ কার্যালয়ে স্থাপিত মানবিক
সহায়তা বক্স থেকে ৭ শিক্ষার্থীর চাহিদা মোতাবেক পাঠ্যবই কিনে গতকাল
রোববার হাতে তুলে দেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল,
মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, মানবিক সহায়তা বক্স কমিটির
সেক্রেটারী সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, সমাজসেবা অফিসার
মোসাদ্দেকুর রহমান, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবুসহ
সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply