1. jfjoy24@gmail.com : admin :
  2. wordpressdefaults@gmail.com : defaults :
রংপুরে সিএনজি রেজিস্ট্রেশনসহ রুট পারমিট অনুমোদনের দাবিতে সংবাদ সম্মেলন | তিস্তা সংবাদ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন

রংপুরে সিএনজি রেজিস্ট্রেশনসহ রুট পারমিট অনুমোদনের দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিনিধি
  • আপডেট বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৮৩

 

রংপুর নগরীতে সিএনজি’র রেজিস্ট্রেশনসহ রুট পারমিট অনুমোদনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) নগরীর কৈলাশ রঞ্জন মার্কেটের (দ্বিতীয় তলায়) রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে রংপুর মেট্রোপলিটন সিএনজি মালিক-শ্রমিক সমিতি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, রংপুর মেট্রোপলিটন সিএনজি মালিক-শ্রমিক সমিতি সভাপতি তহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান। তারা বলেন, দীর্ঘ ১০ বছর যাবৎ নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় থেকে লালমনিরহাট কাকিনা এলাকায় পর্যন্ত সিএনজি চালিয়ে আসছেন। এতে যা আয় রোজগার হয় তাই দিয়ে তারা পরিবার-পরিজন নিয়ে জীবন যাপন করছেন। এজন্য যাত্রী উঠা-নামা করার জন্য তারা রংপুর-গঙ্গাচড়া সড়কের বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় ১৫ শতক জমি লিজ নিয়ে সিএনজি স্ট্যান্ড প্রতিষ্ঠা করেন।

সম্প্রতি ওই এলাকায় প্রশাসনের কতব্যরত কর্মকর্তারা রুট পারমিট ও রেজিষ্ট্রশন না থাকাসহ বিভিন্ন অযুহাতে সিএনজি চলাচলে বাঁধার সৃস্টি করে। এতে প্রায় ৩ শতাধিক সিএনজি চালক শ্রমিক পরিবার –পরিজন নিয়ে অনহারে-অদ্যাহারে জীবন যাপন করবে। কারণ অনেকেই দারদেনা করে সিএনজি ক্রয় করেছে। কেউবা এনজিও থেকে চড়া সুদে কিস্তি তুলে সিএনজি কিনে চালাচ্ছে। তাই অবিলম্বে রংপুর-গঙ্গাচড়া, জলঢাকা-আনোয়ারমারী-কৈমারীসহ বিভিন্ন রুট অনুমোদন ও সিএনজি রেজিস্ট্রেশন দেয়ার দাবি জানাই। এজন্য রংপুরের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিটি মেয়র ও মেট্রোপলিটন কমিশনারসহ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

এসময় রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, রংপুর মেট্রোপলিটন সিএনজি মালিক-শ্রমিক সমিতি সহ-সভাপতি ইলিয়াস আলী, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাখুসহ প্রায় শতাধিক সিএনজি চালক-মালিক-শ্রমিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার স্যোসাল মাধ্যমে শেয়ার দিন

এই বিভাগের আরো খবর
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | তিস্তা সংবাদ.কম
Theme Customization By NewsSun