ভরত রায় প্রত্যয় চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর চিরিরবন্দরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ছাত্রলীগ নেতা ডালমন রায় (৩২)। বুধবার (১৯মে) বিকেলে ভিয়াইল ইউনিয়নের পূর্ব সুরইল (শাহা পাড়া) এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। বেকারত্ব ও অর্থনৈতিক হতাশায় আত্মহত্যা করেছে বলে ধারনা করছেন পরিবার। ডালমন রায় সুরইল গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে।তিনি ভিয়াইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিলেন।
তার পরিবার জানিয়েছে, ডালমন রায় দূর্গাডাঙ্গা বাজারে হার্ডওয়ারের ব্যাবসা করতেন। কিন্তু গ্রাম্য এলাকায় দোকান বেঁচাকেনা কম হওয়ায় ব্যাবসায় লোকশান গুনতে হয় এবং এক পর্যায়ে ব্যাবসা ছেড়ে বেকার ও হতাশাগ্রস্থ্য জীবন কাটান ডালমন রায়।
ডালমনের স্ত্রী ও একটি কন্যা সন্তান রয়েছে। গতকাল তার স্ত্রীকে বাবার বাড়িতে অন্নপ্রাসন অনুষ্ঠানে পাঠিয়ে দেন। রাতের খাবার খেয়ে নিজ শয়নক্ষে ঘুমোতে যান ডালমন। আজ বিকেল ৪ ঘটিকা পর্যন্ত ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন ডাক দিতে গেলে কোন প্রকার সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে ঘরের কোঠার সঙ্গে ডালমনের ঝুলন্ত লাশ দেখতে পায়।
চিরিরবন্দর থানার (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply