রংপুরের কাউনিয়া উপজেলায় টেপামধুপুর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে ১২ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
কাউনিয়া উপজেলার বিশ্বনাথ এলাকায় এ ঘটনা ঘটে।এসময় আহতদের রংপুর মেডিকেলে ভর্তি করা হলে বৃহস্পতিবার ভোরে এক শিশুর মৃত্যু হয়।
এছাড়াও সেই ঘটনায় ৬জন গুরুতর আহত হয়েছেন তাদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক।
দুই মাস আগে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন হাকিম মেম্বার,ইব্রাহিম,মোকছেদের নির্দেশে প্রায় ৪০ জন দুর্বৃত্ত হামলা করে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
সন্তান হারিয়ে হাসপাতালের বেডে আহত অবস্থায় কাতরাচ্ছেন মৃতের বাবা আমজাদ।
দ্রুত বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগীর চাচা।
নিশ্বাপ শিশুটির কি দোষ ছিল জানতে চাইছেন ভুক্তভোগী পরিবারের অরেক সদস্য।
এঘটনায় কাউনিয়া থানায় এটি মামলা দায়ের করা হয়েছে তবে গ্রেফতারের একদিন পরে হামলাকারী ৪ জন জামিনে ছাড়া পেয়েছেন বলে জানিয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুদার রহমান।
Leave a Reply