নরসিদীর শিবপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি দোকান ভস্মীভূত হয়ে গেছে। শিবপুর উপজেলার ইছবনগর বাজারে গতকাল বুধবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।
এতে প্রায় ১০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন দোকান ব্যবসায়ী। দোকান মালিক মোশারফ হোসেন খোকা জানিয়েছেন, কীভাবে আগুন লেগেছে, তা আমাদের জানা নেই। খবর পেয়ে এসে দেখি, মার্কেটে ভয়াবহভাবে আগুন ছড়িয়ে পড়েছে।
এই অগ্নিকাণ্ডের ফলে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে।
অগ্নিকাণ্ডে একটি মুদির দোকান ও একটি সারের দোকান পুড়ে যায়।
Leave a Reply