হাবিবুর রহমান হাবিব,
ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
‘প্রজন্ম বাঁচলে,দেশ বাঁচবে!
বিশ্ব হবে আলোকোজ্জ্বল।’
প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা ও তাঁর পরিবারের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আত্মার মাগফিরাত কামনা করে শোক দিবস পালিত হলো।
১৯৭৫এর ১৫আগষ্ট নিমোক হারামদের নিঃসংশয়তা হারিয়েছি লাল-সবুজের পতাকা অর্জনের মহানয়ক সহ তাঁর পরিবারের সকলকে।এমনকি নিষ্পাপ ছোট্ট শিশু রাসেলকেও!
কাশিপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃজায়দুল হক স্যার সহ সকল শিক্ষাগুরু ও ম্যানেজিং কমিটির প্রচেষ্টায় দিবসটিকে কেন্দ্র করে নানা কর্মসূচীর আয়োজন করা হয়।কাঙালি ভোজ,শিক্ষার্থীদের চিত্রাঙ্কন,কবিতা আবৃত্তি,রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উল্লেখ্য যে,দিবসটিকে স্মরণে রেখে শিক্ষার্থীদের শতভাগ স্কুল ড্রেস প্রস্তুত করা হয়।
সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব মোঃরমিজুল হক খন্দকার মহোদয়ের সঞ্চালনায় শোক দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ জিল্লুর রহমান সরকার ও প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃজায়েদুল হক।
সেই সাথে প্রধান শিক্ষক মহোদয় দিবসটিতে অঙ্গিকার করেন সকল শিক্ষাগুরু,ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের সহায়তায় মানসম্মত একটি প্রতিষ্ঠান প্রস্তুুত করবেন।
প্রতিষ্ঠানের সম্মানিত সিনিয়র শিক্ষক মাওলান মোঃআব্দুল মতিন স্যারের দোয়া মাহফিল ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপন হয়।
Leave a Reply