ফেরদৌস জয়
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কতিপয় অসাধু চক্রের দৌরাত্ম্যে অনিয়ম, অব্যবস্থাপনা ও জনদূর্ভোগের প্রতিবাদে স্বাস্থ্য সেবা ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে রংপুরের সর্বস্তরের চিকিৎসক সমাজ প্রতিকি মানববন্ধন করেছেন।
আজ সকাল ১১ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রায় তিন শতাধিক সর্বস্তরের চিকিৎসক সমাজ এবং শিক্ষার্থীর উপস্থিতিতে এই প্রতিকি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় রংপুর মেডিকেলের আইসিইউ ইনচার্জ
জামাল উদ্দিন মিন্টুর সভাপতিত্বে প্রতিকি মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র রায় সহ উপস্থিত চিকিৎসকরা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ বিমল চন্দ্র রায় বলেন,আমরা দালাল মুক্ত, সিন্ডিকেট মুক্ত হাসপাতাল চাই। সেজন্য আজ আমরা রাজপথে,দাবি মেনে না নিলে আমরা আরো বৃহত্তর কর্মসূচিতে যাব।
אני מאוד ממליץ על אתר הזה כנסו עכשיו ותהנו ממגוון רחב של בחורות ברמה מאוד גבוהה. רק באתר ישראל נייט לאדי נערות ליווי