হাবিবুর রহমান হাবিব ;
আসে বছর ঘুরে শরতের শীতল হাওয়ায় শারদীয় দুর্গা উৎসব।ঐতিহ্য,আরাধনা আর উলুধ্বনিতে বিশ্ব শান্তিকল্পে মুখরিত থাকে পূজাঙ্গন।বসে রকমারি দোকান,জমে ওঠে মেলার আয়োজন।ছোট্ট সোনামণিরা খেলনা আর মাটির পুতুল কেনার বায়না ধরে দাদুর কাছে।সময়ের পরিবর্তনের সাথে সাথে হয়েছে চিন্তার উন্নতি,বেড়েছে সম্প্রীতিও ।
তারই ধারাবাহিকতায় গঙ্গারহাট সার্বজনীন দেব মন্দির,গঙ্গারহাট,ফুলবাড়ী,কুড়িগ্রামের উদ্যোগে উদ্দীপনের আয়োজনে মন্দির প্রাঙ্গণে ব্লাড গ্রুপিং,প্রেসার পরিমাপ,ডায়াবেটিক পরিক্ষাকরন,ওজন নিয়ন্ত্রন ও স্বাস্থ্যবিধি পরামর্শ সকল সম্প্রদায়ের নানা বয়সী মানুষের মাঝে সেবা প্রদান করা হয়।
কর্মসূচির উদ্ভোধন করেন গঙ্গারহাট সার্বজনীন দেব মন্দিরের সভাপতি প্রভাষক শংকর সেন।উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক রাম কৃষ্ণ সরকার,ব্রজেন্দ্র নাথ সেন,রঞ্জিত রায়,সঞ্জিব কুমার রবিদাস,কার্ত্তিক সেন,উদ্দীপন ফুলবাড়ি শাখার ম্যানেজার প্রমুখ।
Leave a Reply