গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
গঙ্গাচড়া উপজেলার বাগপুর কাদেরীয়া দাখিল মাদরাসার নবনির্বাচিত সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান লেবু উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ৬ অক্টোবর বৃহস্পতিবার লেবু নির্বাহী অফিসারের অফিস কক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, একাডেমিক সুপারভাইজার ও মাদরাসার ম্যানেজিং কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার আমজাদ হোসেন, মাদরাসার সুপার আব্দুস ছালাম, মাদরাসা ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সুজাউদ্দৌলা সাগর উপস্থিত ছিলেন। উল্লেখ যে, নির্বাচন তফসিল অনুযায়ী গত ৪ অক্টোবর মাদরাসার ম্যানেজিং কমিটির সকল সদস্য নির্বাচন সম্পন্ন হয় এবং ৬ অক্টোবর প্রিজাইডিং অফিসার ও একাডেমিক সুপার ভাইজারের অফিস কক্ষে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতির জন্য মোঃ মোস্তাফিজুর রহমান লেবু ও কাজী মোহাম্মদ আলী মিলন প্রার্থী হন। উপস্থিত সদস্যদের গোপন ভোটে মোস্তাফিজুর রহমান লেবু ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। আর মিলন পান ২ ভোট। সুপার ভোটদান থেকে বিরত থাকেন।
Leave a Reply