রংপুর প্রতিনিধি
রংপুর সিটি কর্পোরেশন ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীর নির্বাচনী এলাকায় মোটরসাইকেল র্যালি ও মতবিনিময় সভা গত বুধবার রাতে রংপুর মহানগর চঞ্চল কমিউনিটি পার্কে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর পদপ্রার্থী রংপুর মহানগর দোকান মালিক সমিতির কোষাধক্ষ্য ও বুড়িরহাট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু হাসান চঞ্চল। এতে রংপুর বুড়িরহাট লাইফ কেয়ার ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠাতা পরিচালক ইলিয়াস হোসেন বাবলু সভাপতিত্বে বক্তব্য রাখেন পরশুরাম থানা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর প্রার্থী ৬ নং ওয়ার্ড ওয়াহেদুল করিম (চাকা), সাবেক কাউন্সিলর মকসুদার রহমান, বুড়িরহাট হাই স্কুল সাবেক সভাপতি ফজলের রাব্বি, কিশোরগঞ্জ মাগুরা হাট ইজারাদার গাড়াগ্রাম ইদ্রিস আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও স্যার ডিলার আয়নাল মিয়া, বিশিষ্ট সমাজ সেবক শাহানুর,বিশিষ্ট ব্যবসায়ী, আলী আশরাফ মোস্তফা, মহানগর মাহিন এন্টারপ্রাইজব্যবস্থাপনা পরিচালক রায়হান কবির বাবু প্রমুখ।
রংপুর পরিচালক ডে নাইট হাসপাতাল আবু হোসেন সঞ্চালনায় কাউন্সিল পদপ্রার্থী আবু হাসান বলেন, আমি জনগণের মনোনীত পদপ্রার্থী । তাই এই ওয়ার্ডের জনগণই হলো আমার শক্তি এবং প্রেরণা।
বিগত দিনেও এলাকার জনগণ আমার পাশে ছিলেন এবং আগামি দিনগুলোতেও সবাইকে পাশে চাই।
তিনি এলাকার সর্বসাধারণের বিভিন্ন প্রশ্ন ও মতামত শুনেন তিনি বলেন আমি নির্বাচিত হলে রাস্তা ঘাটসহ সকল সুবিধা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবেন বলেও সকলকে আশ্বস্ত করেন।
উল্লেখ্য যে তিনি বিভিন্ন সামাজিক উৎসবে হিন্দুদের গত সপ্তাহে ৮শ’ত মানুষের মাঝে নগত অর্থসহ বস্ত্র বিতারণ করেছেন বলে তিনি জানান। এসময় রংপুর মহানগর বুড়িরহাট ৬নং ওয়ার্ডে সুধীজন উপস্থিতি ছিলেন।
Leave a Reply