শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৯:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানসহ বাসা বাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট গঙ্গাচড়ায় ওয়ালটন ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কর্তৃক জমিসহ গৃহ হস্তন্তর উপলক্ষে গঙ্গাচড়ায় ইউএনও’র প্রেস কনফারেন্স প্রধানমন্ত্রী কর্তৃক জমিসহ গৃহ হস্তন্তর উপলক্ষে গঙ্গাচড়ায় ইউএনও প্রেস কনফারেন্স  বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ নেতা প্রিন্সের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প গঙ্গাচড়ায় ইনসাফ স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্দোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত পীরগঞ্জে এনা ট্রান্সপোর্ট লিঃ উদ্দ্যগেখাদ্য সমগ্রী বিতরণ গঙ্গাচড়ায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ফলোআপ মিটিং অনুষ্ঠিত রংপুরে আদালতের আদেশ অমান্য করে জমি দখল, প্রতিবাদে সংবাদ সম্মেলন গঙ্গাচড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী উদযাপন 
সুতায় আটকে গাছের ডালে ঝুলছিল চিল, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

সুতায় আটকে গাছের ডালে ঝুলছিল চিল, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

গাইবান্ধা সংবাদদাতা
রেইনট্রি গাছের ডালে সুতায় আটকা পড়ে ঝুলছিল একটি চিল। স্থানীয় এক মোটর মেকানিক টিটুর চোখে বিষয়টি চোখে পড়ে। চিলটি উদ্ধারের জন্য হেদায়েতুল ইসলাম নামের এক যুবক ফায়ার সার্ভিসকে ফোন দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আধা ঘণ্টার চেষ্টায় চিলটিকে উদ্ধার করেন। সোমবার (১০ অক্টোবর) সকালে গাইবান্ধা পৌর শহরের শহরতলীর ১ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসকে ফোন করা যুবক হেদায়েতুল ইসলাম বলেন, ‘সকাল ১০টার দিকে টিটুর গ্যারেজে মোটরবাইক মেরামত করতে যাই। এ সময় টিটু আমাকে গাছে চিল আটকে পড়ার কথা জানালে ফায়ার সার্ভিসকে খবর দেই।’ টিটু বলেন, ‘দোকান খুলেই চোখে পড়ে একটা চিল গাছের ডালে ঝুলছিল। এ নিয়ে হেদায়েতুলের সঙ্গে পরামর্শ করি। হেদায়েতুল ফোন করার কিছুক্ষণের মধ্যেই একটি গাড়ি ও মই নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে চিলটিকে মুক্ত করেন।’ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাইবান্ধা স্টেশনের উদ্ধারকারী দলের টিম লিডার আবু মোতালিব  বলেন, গাছের ডালে থাকা সুতায় আটকা পড়েছিল চিলটি। আমাদের কর্মীরা মই নিয়ে গাছে উঠে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর সুতোটি কেটে দেন। তখন চিলটা ওড়ার চেষ্টা করে। কিন্তু অসুস্থ থাকার কারণে খুব বেশি উড়তে পারেনি। পরে মাটিতে পড়ে গেলে চিলটিকে উদ্ধার করে প্রাণিসম্পদের হেফাজতে দেওয়া হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুদার রহমান বলেন, চিলটি দীর্ঘক্ষণ ডালে ঝুলে থাকায় অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসা দিয়ে বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে।

আপনার স্যোসাল মাধ্যমে শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 teestasangbad.com
Developed BY Rafi It Solution