ফেরদৌস জয়
দিনাজপুরের সুন্দরবন গ্রামের রামডুবি মোড় এলাকায় গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
র্যাব জানায়,পিক আপে করে মাদক পাচার করা হচ্ছে এমন একটি তথ্য আসে। এরপর রামডুবি মোড়ের সুন্দরবন টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশীর সময়, একটি পিক আপের ভেতরে বিছানার তোষকে মোড়ানো ৩৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ দুই মাদকব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার দুই মাদক কারবারি কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন কাশিমপুর গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেন (২০) এবং একই থানাধীন গোবিন্দপুর গ্রামের বাসিন্দা রবিউল্লাহ (৩৫)।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবত পিকআপে বিভিন্ন মালামাল পরিবহণের আড়ালে অভিনব কায়দায় মাদক গাঁজা বহণ করে আসছে বলে স্বীকার করেছে।তাদের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে সেই সাথে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।
Leave a Reply