মোস্তফা মিয়া
পীরগঞ্জে বজ্রপাতে ট্রিলার চালকসহ ৫শ্রমিক নিহত ও ১ব্যক্তি গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার বিকালে ধাপেরহাট ৩২ মাইল এর পূর্বপাশ্বে কাবিলপুর ইউনিয়নের চকসোলাগাড়ী গ্রামের বকুল মিয়ার ইটভাটায় কর্মরত অবস্থায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের ন্যায় ওই শ্রমিকরা বকুল মিয়ায় ইটভাটায় কাজ করতে আসে। বিকালের দিকে আকর্ষিক চারদিক অন্ধকার হয়ে প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলে ৫জন নিহত ও ১জন গুরুতর আহত হয়।
নিহতরা হলেন, ধাপেরহাট তিলক পাড়া গ্রামের বাদশার পুত্র নাজমুল (১৮), ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের সিরুলের পুত্র, সিয়াম (২০), আল আমিনের পুত্র শাহাদত (২৫), আয়তালের পুত্র রাশেদুল (২৪) ও চকশোলাগাড়ী গ্রামের জলিলের পুত্র জব্বার বলে জানা গেছে। আহত মেহেদুল পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নে রসুলপুর গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply