1. jfjoy24@gmail.com : admin :
  2. wordpressdefaults@gmail.com : defaults :
সরেজমিন গবেষণা বিভাগ রংপুর এর উদ্যোগে নীলফামারীর ডিমলা বারি চীনাবাদাম-৯ এর উপর মাঠ দিবস অনুষ্টিত | তিস্তা সংবাদ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:০৫ অপরাহ্ন

সরেজমিন গবেষণা বিভাগ রংপুর এর উদ্যোগে নীলফামারীর ডিমলা বারি চীনাবাদাম-৯ এর উপর মাঠ দিবস অনুষ্টিত

প্রতিনিধি
  • আপডেট বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৫২

আতিক হাসান 

”তৈলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অর্থায়নে তৈলবীজ গবেষণা কেন্দ্র বারি গাজীপুর ও সরেজমিন গবেষণা বিভাগ রংপুর এর উদ্যোগে সুপ্রীম সীড কোম্পানীর সহায়তায় ০৪ অক্টোবর ২০২২ ডিমলা উপজেলার কুটিবাড়ীতে বিকাল ৩ ঘটিকায় সুপ্রীম সীড কোম্পানীর ফার্মে বাদামের বীজ উৎপাদনের উপর একটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উক্ত মাঠ দিবসে সভাপতিত্ব করেন সুপুীম সীড কোম্পানীর উপদেষ্ঠা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক জনাব ইব্রাহীম খলিল এবং প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর এর সন্মানিত মহাপরিচালক ও দেশের সনামধন্য কীটতত্ত¡বীদ ড. দেবাশীষ সরকার।

উক্ত মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র জামালপুর এর সিএসও ড. মো: মন্জুরুল কাদির, সরেজমিন গবেষণা বিভাগ বারি গাজীপুর এর সিএসও ড. মো: মাজহারুল আনোয়ার, আরএআরএস বুড়িরহাট এর সিএসও ড. আশিষ কুমার সাহা, বিএসপিসি, দেবীগপঞ্জর সিএসও জনাব সাজ্জাদ হোসেন এবং সরেজমিন গবেষণা বিভাগ রংপুর এর পিএসও ড. মো: আল-আমিন হোসেন তালুকদার প্রমুখ। বারি চীনাবাদাম-৯ বাদামের একটি জনপ্র্রিয় এবং উচ্চ ফলনশীল জাত। রবি মৌসুমে বাদামের বীজ এর চাহিদা বেশী থাকায় কৃষকদেরকে বেশী দামে বীজ ক্রয় করতে হয়।

 

সেই লক্ষ্যে বারি, গাজীপুর এর তৈল বীজ গবেষণা কেন্দ্র সুপ্রীম সীড কোম্পানীর সহায়তায় প্রায় ২০ বিঘা জমিতে বারি চীনা বাদাম-৯ এর বীজ উৎপাদন করেন। বীজ উৎপাদন কৃষকদেও নিকট জনপ্রিয় এবং সহজলভ্য করার জন্যই এই মাঠ দিবসের আয়োজন। প্রধান অতিথি তাঁর কক্তব্যে বলেন, বাদাম একটি উচ্চ মুল্যের ফসল। খরিপ মৌসুমে সাাধারনত চর এলাকায় বাদামের বীজ উৎপাদন বন্যার কারনে ব্যহত হয় এবং বাদাম বীজের দাম বেড়ে হয়। তাই নীলফামারী অঞ্চলে গুনগতমানের বীজ উৎপাদন করে অন্য এলাকায় কৃষকের নিকট সহজলভ্য করাই এই কর্মসূচীর উদ্দেশ্য।

ডিএই এর সাবেক মহাপরিচালক বলেন, বীজ উৎপাদন কার্যক্রমে সুপ্রীম সীড কোম্পানীর সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

আপনার স্যোসাল মাধ্যমে শেয়ার দিন

এই বিভাগের আরো খবর
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | তিস্তা সংবাদ.কম
Theme Customization By NewsSun