সুজন আহম্মেদ, রংপুর অফিস
রংপুরে নানা আয়োজনে আজ শনিবার পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। এ উপলক্ষ্যে জনসচেতনতা বাড়াতে নানা কর্মসূচি আয়োজন করা হয়। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল-‘নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ- সবল বাংলাদেশ গরি।’
দিবসটি রংপুর জেলা প্রশাসন ও জনস্বাস্থ্যর আয়োজনে সরকারি ডিগ্রি কলেজ মাঠে এক অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্রছাত্রীদের সুরক্ষা নিশ্চিতে গঙ্গাচড়া সরকারি ডিগ্রি কলেজ ৬শ’ত ছাত্র, ছাতীর মাঝে সুরক্ষাসামগ্রী বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন সভাপতিত্বে এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক আসিফ আহসান।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, রংপুর জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহা।
কলাগাছি সপ্রাবি সহকারি শিক্ষক এস,এম স্বপন সঞ্চালনায়
শুভেচ্ছা বক্তব্য রাখেন রংপুর রংপুর ফায়ার সার্ভিসের বিভাগীয় উপপরিচালক জসিম উদ্দিন, ত্রাণ পুনবাশন অফিসার, মোতাহার হোসেন
উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম
জেলা প্রশাসক আসিফ আহসান বলেন , সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের পর থেকেই আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিয়ে আসছি।
Leave a Reply