শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:২৬ পূর্বাহ্ন

এমপি’র উদ্যোগে সিসি ক্যামেরার সুফল পাচ্ছে গঙ্গাচড়ার মানুষ

এমপি’র উদ্যোগে সিসি ক্যামেরার সুফল পাচ্ছে গঙ্গাচড়ার মানুষ

সুজন আহম্মেদ, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ায় মানুষের নিরাপত্তা, চুরি-ডাকাতি, চাঁদাবাজি, ও মাদক কারবারসহ সকল অপরাধ দমনের লক্ষে সিসি ক্যামেরা স্থাপন করেছে রংপুর-১ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় চীফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গাঁ এমপি। উপজেলার প্রবেশ দ্বারে প্রতিটি রাস্তার পাশে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলার প্রতিটি মোড়ে মোড়ে সরকারি বে-সরকারি প্রতিষ্ঠান মসজিদ ও বড় মার্কেট ছাড়াও গুরুত্বপূর্ন স্থানগুলোতেও সিসি ক্যামেরার আওতায় নেওয়া হয়েছে।
জানা গেছে, এই উপজেলায় গত দুমাসে ত্রিশটি সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রম শুরু হয়। ক্যামেরা স্থাপনের ফলে সাধারণ জনগণ, ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, পথচারী, দোকানদারসহ সবাই এর সুফল ভোগ করছেন। সিসি ক্যামেরা স্থাপনের ফলে আগের তুলনায় চুরি-ডাকাতি, ছিনতাই অনেকটায় কমে গেছে। নিরাপত্তার জন্য সামনে আরো ক্যামেরা বসানো হবে বলে জানা গেছে।
গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখের মিঞা ও গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুলক হক বলেন, বিদ্যালয় চলাকালীন গেটের সামনে কিছু বখাটে ছেলে ভিড় করে এবং বিদ্যালয়ে আসা ও যাওয়ার সময় শিক্ষার্থীদের চলাচলে বিঘœ ঘটায়। বিদ্যালয়ের সামনে সিসি ক্যামেরা স্থাপন করায় বখাটেদের উৎপাত নেই। এজন্য এমপি মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি।
কোলকোন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, রংপুর জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য ও এমপি’র প্রতিনিধি মমিনুর ইসলাম জানান, জাতীয় সংসদ সদস্য, বিরোধী দলীয় চীপ হুইপ ও সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা’র নিজস্ব অর্থায়নে ১০ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ও বিভিন্ন মোড়ে দুই মেগা পিক্সেলের প্রতিটি মেমোরি কার্ডসহ সৌরশক্তির ব্যবস্থা রয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, উপজেলা প্রায় ২ কিলোমিটার বাজার জুরে মাদকসহ নানা অপকর্ম একটু বেশি হয়। এমন অপকর্ম প্রতিরোধে উপজেলাতে ৩০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর ফলে উপজেলাবাসী এখন সিসি ক্যামেরার সুফল পাচ্ছেন।
উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন বলেন, মূলত বাজারে সব ধরনের চোরাচালান মাদক বন্ধসহ মানুষের নিরাপত্তা বৃদ্ধির লক্ষে এমন উদ্যোগ  নিয়েছেন সংসদ সদস্য ও বিরোধী দলীয় চীফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গাঁ এই সিসি ক্যামেরা স্থাপনের ফলে উপজেলার প্রায় ২ হাজার দোকান মালিকসহ প্রায় দুলক্ষ মানুষ এর সুফল পাচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সিসি ক্যামেরাগুলো গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

 

আপনার স্যোসাল মাধ্যমে শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 teestasangbad.com
Developed BY Rafi It Solution