সুজন আহম্মেদ, রংপুর
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলার লক্ষীটারী ইউ নিয়নের সরকার টারি মৌজায় একটি পুকুর হতে ১ মন ২০ কেজি মাছ চুরির অভিযোগ পাওয়া গেছে। যার মুল্যে প্রায় ৭ হাজার টাকা। এ ঘটনায় ৩১ অক্টোবর সোমবার তিন জনকে আসামি করে গঙ্গাচড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার লক্ষীটারী ইউনিয়নের সরকারটারী গ্রামের মনশের আলী ছেলে হোসেন আলী দীর্ঘদিন ধরে ক্রয়সূত্রে জমিতে দাগ নং২৮২ এবং বিভিন্ন দাগে জ ১.৩৫ একর জমিসহপুকুরটি চাষ করে আসছে। গত ৩১ অক্টোবর দুপুরর ২টার দিকে লক্ষীটারি ইউনিয়নের জয়রাম ওঝা গ্রামের আবুল হোসেনের ছেলে খোকা মিয়া। খোকা মিয়ার ছেলে মানিক মিয়া, সোনা মিয়া দিন দুপুরে জালদিয়ে পুকুরের মাছ চুরি করে নেয়।
এ সময় পশ্চিম মহিপুর গ্রামের আব্দুস সালাম স্ত্রী নূর বানু বেগম, হোসেন আলীর ছেলে আবু হাসান, মনছুর আলী ছেলে মিস্টার রহমান কাছে খবর দিলে পুকুর পাড়ে গিয়ে তাদের মাছ ধরার বিষয়টা জানতে পাই । এই ঘটনায় কেউ স্বাক্ষীদিলে তাদেরকেউ প্রাণ নাশের হুমকি দেয়।
হোসেন আলী জানান তিনি পুকুরে মাছ চুরির বিষয়টি জানতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান।এবং কারা মাছ চুরি করে সে বিষয়টি সঠিকভাবে নিশ্চিত হয়ে থানা অভিযোগ দেই।
এ ব্যাপারে গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন বলেন, পুকুরে মাছ চুরির অভিযোগ পাওয়া গেছে। বিষয়ট তদন্ত করে আইনগত পদক্ষেপ দেওয়া হবে বলে জানান।
Leave a Reply