সুজন আহম্মেদ, রংপুর
রংপুরে নকল বিড়ির বিপুল পরিমান নিবন্ধন বাতিলকৃত ও ব্যান্ডরোল যুক্ত একটি কাভার্ডভ্যানসহ একরামুল হোসেন(৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ। গত বৃহস্পতিবার রাত ২ টার দিকে নগরীর ইন্দ্রার মোড় এলাকা হতে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১১নভেম্বর) বিকেলে নগরীর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান আরপিএমপির ডিসি (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ইন্দ্রার মোড় এলাকায় গত বৃহস্পতিবার রাত ২ টার দিকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিবন্ধন বাতিলকৃত ও নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি কাভার্ড ভ্যানসহ একজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মুল্য প্রায় ৯ লাখ টাকা। ১নং স্টার বিড়ি লেখা এসব নিবন্ধন বাতিলকৃত ও নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি রংপুরের হারাগাছ থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
গোয়েন্দা পুলিশের এসআই স্বপন কুমার রায় বাদি হয়ে দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। এতে কাভার্ডভ্যান চালক একরামুল হোসেনকে গ্রেফতার ও ১নং স্টার বিড়ির প্রোপাইটর মোরশেদুল ইসলাম পলাতক রয়েছে।
পরবর্তীতে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানার মামলা নং- ২৭.বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫-ক(ক)(খ) ধারা রুজু করা হয়।
Leave a Reply