গঙ্গাচড়া (রংপুর)প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ায় কিছুদিনের মধ্যেই পুরোদমে আমন ধান কাটা ও মাড়াই শুরু হবে। ধান কাটা ও মাড়াইয়ে শ্রমিক সংকট দেখা দেয়ায় ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।
শ্রমিক সংকট দূর করতে কৃষকদের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।
গতকাল রোববার উপজেলা চত্ত্বরে স্থানীয় দুই জন কৃষকের মাঝে দু’টি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের বিতরণ করা হয়।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ইয়ানমার এসিআই মটরসএর একটি কম্বাইন হারভেস্টার মেশিনের মূল্য ৩৬ লাখ ৫০ হাজার টাকা ও বাংলামার্ক লিমিটেডের একটিকম্বাইন হারভেস্টার মেশিনের মুল্য ৩১ লাখ ৫০হাজার টাকা । সরকারের ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তায় ভরা যাবে।
কৃষি মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় উন্নয়ন সহায়তার (সরকারি ভর্তুকি) মাধ্যমে ক্রয়কৃত কম্বাইন হারভেস্টার মেশিন পাওয়া ওই দুই কৃষক হলেন- উপজেলার আলমবিদিতর ইউনিয়নের গ্রামের মোরমেদুল মিয়া ও গঙ্গাচড়া ইউনিয়নের নবনীদাস গ্রামের নুরল আমিন কৃষকের মাঝে এ মেশিন বিতরণ করা হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ও উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, সমবায় অফিসার আবতাবুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরিদুল হক, ইয়ানমার এসিআই মটরসএর মার্কেটিং অফিসার ইরফান নিসো এবং বাংলামার্ক লিমিটেডের আরএসএম জাহাঙ্গীর আলম, উপসহকারী কৃষি অফিসার বেলাল হোসেন উপস্থিত ছিলেন।
Leave a Reply