শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০১:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানসহ বাসা বাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট গঙ্গাচড়ায় ওয়ালটন ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কর্তৃক জমিসহ গৃহ হস্তন্তর উপলক্ষে গঙ্গাচড়ায় ইউএনও’র প্রেস কনফারেন্স প্রধানমন্ত্রী কর্তৃক জমিসহ গৃহ হস্তন্তর উপলক্ষে গঙ্গাচড়ায় ইউএনও প্রেস কনফারেন্স  বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ নেতা প্রিন্সের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প গঙ্গাচড়ায় ইনসাফ স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্দোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত পীরগঞ্জে এনা ট্রান্সপোর্ট লিঃ উদ্দ্যগেখাদ্য সমগ্রী বিতরণ গঙ্গাচড়ায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ফলোআপ মিটিং অনুষ্ঠিত রংপুরে আদালতের আদেশ অমান্য করে জমি দখল, প্রতিবাদে সংবাদ সম্মেলন গঙ্গাচড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী উদযাপন 
গঙ্গাচড়ায় কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

গঙ্গাচড়ায় কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

 

গঙ্গাচড়া (রংপুর)প্রতিনিধি

 

রংপুরের গঙ্গাচড়ায় কিছুদিনের মধ্যেই পুরোদমে আমন ধান কাটা ও মাড়াই শুরু হবে। ধান কাটা ও মাড়াইয়ে শ্রমিক সংকট দেখা দেয়ায় ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।

 

শ্রমিক সংকট দূর করতে কৃষকদের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।

 

গতকাল রোববার উপজেলা চত্ত্বরে স্থানীয় দুই জন কৃষকের মাঝে দু’টি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের বিতরণ করা হয়।

 

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ইয়ানমার এসিআই মটরসএর একটি কম্বাইন হারভেস্টার মেশিনের মূল্য ৩৬ লাখ ৫০ হাজার টাকা ও বাংলামার্ক লিমিটেডের একটিকম্বাইন হারভেস্টার মেশিনের মুল্য ৩১ লাখ ৫০হাজার টাকা । সরকারের ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তায় ভরা যাবে।

 

কৃষি মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় উন্নয়ন সহায়তার (সরকারি ভর্তুকি) মাধ্যমে ক্রয়কৃত কম্বাইন হারভেস্টার মেশিন পাওয়া ওই দুই কৃষক হলেন- উপজেলার আলমবিদিতর ইউনিয়নের গ্রামের মোরমেদুল মিয়া ও গঙ্গাচড়া ইউনিয়নের নবনীদাস গ্রামের নুরল আমিন কৃষকের মাঝে এ মেশিন বিতরণ করা হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ও উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, সমবায় অফিসার আবতাবুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরিদুল হক, ইয়ানমার এসিআই মটরসএর মার্কেটিং অফিসার ইরফান নিসো এবং বাংলামার্ক লিমিটেডের আরএসএম জাহাঙ্গীর আলম, উপসহকারী কৃষি অফিসার বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

আপনার স্যোসাল মাধ্যমে শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 teestasangbad.com
Developed BY Rafi It Solution