সুজন আহম্মেদ, রংপুর
রংপুরে গতকাল পল্লী বন্ধুর সমাধিতে বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি শ্রদ্ধা নিবেদন করেন ।
বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন জাতীয় পার্টির যে দ্বন্দ্ব সেটি দেবর ভাবীর সম্পর্ক এর চেয়ে আর কোনো অবনতি ঘটবেনা । রওশন এরশাদ দেশে আসলেই এ দ্বন্দ্ব এক সময় মিটে যাবে । তিনি আরো বলেন জিএম কাদেরের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই তিনি নিজেই আমার সাথে দ্বন্দ্ব করে আমাকেই দল থেকে বহিষ্কার করেছেন । কি কারণে আমাকে দল থেকে বহিষ্কার করেছেন তা আমাকে এখনো জানান নি । হয়তো কারো কথায় এমনটা করেছেন তবে একসময় সব ঠিক হয়ে যাবে ।
রংপুর পল্লী নিবাসে পল্লীবন্ধুর সমাধিতে নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন ও মুনাজাত শেষে সাংবাদিকদের প্রশ্নত্তোরে এসব কথা বলেন মসিউর রহমান রাঙ্গাঁ এমপি।
এসময় রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য খতিবার রহমান ও গঙ্গাচড়া উপজেলা সভাপতি জেলা জাতীয় পার্টির সদস্য নুর আমিন, জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি আরিফসহ জেলা উপজেলা জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন
Leave a Reply