1. jfjoy24@gmail.com : admin :
  2. wordpressdefaults@gmail.com : defaults :
হলফনামায় তথ্য গোপনসহ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ কাউন্সিলর প্রার্থী চঞ্চলের বিরুদ্ধে | তিস্তা সংবাদ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন

হলফনামায় তথ্য গোপনসহ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ কাউন্সিলর প্রার্থী চঞ্চলের বিরুদ্ধে

প্রতিনিধি
  • আপডেট সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৪৬

নির্বাচনী হলফনামায় ‘চঞ্চল কমিনিউনিটি পার্ক’, বসবাসের স্থান ও বাড়ির আসবাবপত্রের তথ্য গোপনসহ নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করার অভিযোগ উঠেছে রংপুর সিটি করপোরেশন ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবু হাসান চঞ্চলের বিরুদ্ধে। এ বিষয়ে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন অপর এক প্রার্থীসহ ওয়ার্ডের বাসিন্দারা।

সূত্র জানায়, আবু হাসান চঞ্চল তার নির্বাচনী হলফ নামায় ‘চঞ্চল কমিনিউনিটি পার্ক’ নামে তার প্রতিষ্ঠানের বিষয়ে কোন তথ্য প্রদান করেননি। তার হলফ নামায় সার কেলেংকারীর মামলা (সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১৭ তৎসহ ৪৮০/৩৪ দণ্ডবিধি, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত নং-১, জিআর-৩০৫/১৭) উল্লেখ করলেও তা ধামাচাপা দেয়ার পায়তারা করে আসছেন। হলফ নামায় যে ব্যাংকে চার কোটি টাকা ঋণের কথা বলা হয়েছে তার বিপরীতে যে জমিটি মর্গেজ রাখা হয়েছে সেটি তার মায়ের নামে। এই বিশাল অংকের টাকার কারণে পারিবারিকভাবে অংশিদারদের মাঝে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এমনকি ডাক্তারাপাড়া এলাকায় এক নারী কেলেঙ্কারির ঘটনাটি এখন চাঞ্চল্যকর হয়ে উঠেছে। এছাড়াও তার একটি পিকআপ (রংপুর-ন ১১-০৭০৬) এবং তার বাসায় লাগানো এসিসহ তিনি যে বাসায় থাকেন তার কোন তথ্যও হলফনামায় দেয়া হয়নি।

জমাদানকৃত হলফনামায় সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতায় অষ্টম শ্রেণী পাশ দেখানো এই প্রার্থী দাম্ভিকতা দেখিয়ে বলেন, ‘আমার ক্ষমতা আছে বলেই আমি কোন তথ্য দেই নাই। আমার কোন তথ্য দেয়া লাগবে না। আমার গোপন তথ্য কেন মানুষকে জানাবো। আমি মোটা অঙ্কের টাকা দিয়ে ম্যানেজ করেছি।’ এসব বলে ভোটারদের কাছে টেনে নেয়ার অপচেষ্টায় এলাকায় অর্থ ছড়ানোসহ খাশি জবাই করে খাওয়াচ্ছেন।

 

কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম তার অভিযোগে বলেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রদত্ত ব্যক্তিগত যে তথ্যাদি প্রদান করা হয়েছে তা সর্বসাধারণের অবগতির জন্য নির্বাচন কমিশনের ওয়েব সাইডে প্রকাশ করা হয়। রসিক ৬নং ওয়ার্ডে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই ওয়েব পেজে সকলের পূর্ণাঙ্গ তথ্য দেয়া থাকলেও আবু হাসান চঞ্চল (টিফিন বাটি) এর কোন তথ্য দেয়া ছিল না। সেই ছকে উল্লেখ আছে (ফাইল পাওয়া যায়নি)। বিষয়টি অত্যান্ত দুঃখজন ও ষড়যন্ত্রের শামিল। পরে অভিযোগের পেক্ষিতে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) তা দেয়া হয়েছে দেখা যায়।

ওয়ার্ডবাসির অভিযোগে জানা যায়, আসন্ন রংপুর সিটি নির্বাচনের প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে ৬নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আবু হাসান চঞ্চল নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে অনিবন্ধিত একাধিক ক্লাব স্থাপন করেছেন। ওইসব ক্লাব ঘরের উপর প্রার্থী-সমর্থনকারীর ছবি সম্বলিত আলোক সজ্জাসহ রঙ্গিন বিলবোর্ড লাগিয়ে রেখেছেন। তার সমর্থনকারীরা উক্ত ক্লাব ঘরে অবস্থানরত অবস্থায় বিভিন্ন অসামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। ফলে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এতে সাধারণ ভোটারগণ তাদের স্বাভাবিক চলাফেরায় বাধাগ্রস্ত হচ্ছেন। বিষয়টি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে নির্বাচনী আচরণ বিধি (পরিপত্র-৩) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহন করার আবেদন জানিয়েছেন ওয়ার্ডবাসী।

 

এ বিষয়ে অভিযুক্ত কাউন্সিলর প্রার্থী আবু হাসান চঞ্চলের সাথে মুঠোফোনে কথা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আপনাদের কোন অভিযোগ থাকলে নির্বাচন কমিশনে জানান।

আপনার স্যোসাল মাধ্যমে শেয়ার দিন

এই বিভাগের আরো খবর
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | তিস্তা সংবাদ.কম
Theme Customization By NewsSun