সুজন আহম্মেদ, গঙ্গাচড়া (রংপুর)
রংপুরের গঙ্গাচড়ায় কর্মরত সকল সাংবাদিকদের সহযোগিতা চেয়ে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত ইউএনও নাহিদ তামান্না।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও গঙ্গাচড়া প্রেস ক্লাবের সভাপতি আহমেদ লাল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নয়ন কুমার সাহা, উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, গঙ্গাচড়া যুগ্ম সাধারণ সম্পাদক , আব্দুল বারী স্বপন, রিপোর্জাটার ইউনিটির সভাপতি জাকিরুল ইসলাম, গঙ্গাচড়া রিপোটার্স ক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামাণিক, সাধারন সম্পাদক মিজানুর রহমান লুলু, বাংলাদেশ প্রেস ক্লাব গঙ্গাচড়ার সভাপতি সুজন আহম্মেদ, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল রায়, গঙ্গাচড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি কমল কান্ত রায়, প্রেস ক্লাব গঙ্গাচড়ার সাধারণ সম্পাদক বাবুল মিয়া, আব্দুল বারী বাবু, নুরুলহুদা নাহিদ, আব্দুর রহিম পায়েল প্রমুখ।
এসময় বাংলাদেশ প্রেস ক্লাব গঙ্গাচড়ার সাধারণ সম্পাদক মজমুল হক, সাংবাদিক আব্দুল বারী দুলাল রুহুল ইসলাম রয়েল, খাদিমুল ইসলাম ইমনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ইউএনও নাহিদ তামান্না বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশার সাথে যারা জড়িত আমি সবাইকে সম্মান করি।
তিনি বলেন, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি হিসাবে আপনাদের উপজেলায় দায়িত্ব নিয়ে এসেছি। আপনাদের সহযোগিতা পেলে দুর্নীতিমুক্ত, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধ সহ উপজেলার অবকাঠামোগত উন্নয়ন করে একটি আধুনিক উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply